ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সহিংসতা থেকে না সরলে আইনগত ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
সহিংসতা থেকে না সরলে আইনগত ব্যবস্থা ছবি : শাকিল আহমেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধের নামে সহিংসতা থেকে সরে না আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন।



হরতাল অবরোধে জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যার কারণে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ মানববন্ধনের আয়োজন করে।  

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ বলেন, সহিংস হরতাল-অবরোধের কারণে সারা দেশে ১২৭ জন মানুষ প্রাণ হাড়িয়েছে। এই সহিংসতার জন্য আপনাকে হুমুকের আসামি করা হবে।  

আগামী ৪ মার্চ খালেদা জিয়াকে কোর্টে হাজিরা দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আদালত হয়তো আপনাকে জামিন দিলেও দিতে পারেন। আর সহিংস আন্দোলন থেকে সরে না আসলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। ’ 

তিনি বলেন, ‘আইএস সংগঠনের মতো গোপন জায়গা থেকে ই-মেইল ও ফ্যাক্সের মাধ্যমে বিবৃতি দিচ্ছেন খালেদা জিয়া। ’

সোমবার (২ মার্চ) বিএনপির দেওয়া বিবৃতির কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘পাড়ায় মহল্লায় সন্ত্রাসী প্রতিরোধ কমিটি গঠন করার জন্য তার (খালেদা) দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। আসলে এটা সন্ত্রাস প্রতিরোধ কমিটি নয়, দেশে নৈরাজ্য সহিংসতা করার জন্য তিনি সন্ত্রাসী কমিটি গঠনের জন্য তার সন্ত্রাসবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ’

পাড়ায় মহল্লায় যেখানেই ‘সন্ত্রাসী বাহিনী’ গঠন করা হবে তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়ার অনুরোধ জানান তিনি।     

মানববন্ধন শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে হাইকোর্ট মোড় হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মোল্লা, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩২১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।