ময়মনসিংহ: ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে ময়মনসিংহে ঝটিকা মিছিল করেছে শিবিরকর্মীরা।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে শহরের ধোপাখলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বদরের মোড়ে গিয়ে শেষ হয় বলে, দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
শিবিরের শহর শাখার সেক্রেটারি রেজাউল করিম মিছিলের নেতৃত্ব দেন।
এ সময় জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, হায়দার করিম, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫