চাঁদপুর: চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির পাঁচ কর্মী আটক করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রাত থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার দু’জন, ফরিদগঞ্জের দু’জন ও হাজীগঞ্জের একজন রয়েছেন। এদের মধ্যে শুধু হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিমের নাম জানা গেছে।
পুলিশ জানায়, ওই পাঁচজন পৃথকভাবে হরতালে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, এদের মধ্যে কয়েকজন আগের নাশকতা মামলার আসামি।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫