ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল-অবরোধে মানুষের সমর্থন নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
হরতাল-অবরোধে মানুষের সমর্থন নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে সাধারণ মানুষের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে খুলনায় শহীদ শেখ আবু নাসের হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরে তিনি খুলনা মেডিকেল কলেজের শহীদ মিনার ও বার্ন ইউনিটের উদ্বোধন করেন। সেখানে স্বাস্থ্যমন্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিএমএ খুলনা নির্বাচনে স্বাচিপের মনোনীত পরিষদের পরিচিতি তুলে ধরেন এবং খুলনা বিভাগীয় চিকিৎসক সমাবেশে বক্তব্য রাখেন।


এতে সভাপতিত্ব করেন স্বাচিপ খুলনা সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সমাবেশ পরিচালনা করেন স্বাচিপের কেন্দ্রীয় সহ-সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলুসহ আওয়ামী লীগ, স্বাচিপ, বিএমএ ও বিপিএমপিএ’র কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।