সারিয়াকান্দি (বগুড়া): হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় বগুড়ার সারিয়াকান্দিতে খোকন মিয়া (৩৫) নামে এক শ্রমিকদল কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে সারিয়াকান্দি-বগুড়া সড়কের ফুলবাড়ী ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়।
খোকন একই ইউনিয়নের ফুলবাড়ী নয়াপাড়ার সাজ্জাদ হোসেনের ছেলে।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক শ্রমিকদল কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫