ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বোদায় নাশকতার আশঙ্কায় আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বোদায় নাশকতার আশঙ্কায় আটক ৬ ছবি: প্রতীকী

পঞ্চগড়: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-বোদা উপজেলার রড়শশী ইউনিয়নের বদেশ্বরী এলাকার ইউসুফ আলীর ছেলে হাফিজুল ইসলাম সুজা (৩০), একই উপজেলার সাকোয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার নুর ইসলামের ছেলে মহব্বত আলী (২২), একই ইউনিয়নের নয়াদীঘি পন্ডিতপাড়া এলাকার হাসান আলীর ছেলে ঈদ্রীস আলী (৩০),  পাঁচপীর ইউনিয়নের বাকপুর-দুলালুপাড়া এলাকার ছইদার আলীর ছেলে আবুল কালাম আজাদ (২১), একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রহিদুল ইসলাম (২১) ও জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মসলিম পাইবানপাড়া এলাকার বদরউদ্দীনের ছেলে তৈয়ব আলী (২৬)।

পুলিশ জানায়, হাফিজুল ইসলাম সুজাকে বদেশ্বরী এলাকা থেকে ও বাকি পাঁচজনকে উপজেলার সাকোয়া বাজার থেকে আটক করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিরা হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।