ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক হত্যার ঘটনায় ইকবাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার রাঙামাটি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ইকবাল হোসেন নিহত শামসুল হকের ভাগ্নে। তিনি রাঙামাটি গ্রামের আবুল কালাম মণ্ডলের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ৮ ফেব্রুয়ারি রাতে শামসুল হককে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার ভাগ্নে ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫