ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘সংবিধানে আপোসের ফলেই ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
‘সংবিধানে আপোসের ফলেই ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ’ ছবি: দীপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ১৯৭২ সালের সংবিধানে পুরোপুরি ফিরতে না পারাকে পরিতাপের উল্লেখ করে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, সংবিধানে আপোষ করার ফলেই ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রীর ১৮তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



মেনন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাহাত্তরের সংবিধান পুনর্বহালের বিকল্প ছিল না। কিন্তু আমাদের(ওয়ার্কার্স পার্টি) আপত্তি থাকা সত্ত্বেও সেখানে আপোস করা হলো। যার ফলে আরও বিস্তার লাভ করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল।

তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনীতি বিকাশের ফলে মৌলবাদের যে বিস্তার ঘটেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাতো দুরের কথা স্বাধীনতাকেও রক্ষা করতে পারবো না।

অভিজিৎ হত্যাকাণ্ড প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ আজীবনই সংগ্রামী সে ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। সে সংগ্রামী রূপটা কেমন যেন ম্লান হয়ে গেছে। আজ ছাত্রসমাজ জাগ্রত থাকলে অভিজিৎ‍ হত্যার ঘটনা ঘটতো না।

তিনি বলেন, ভেবেছিলাম অভিজিৎ হত্যাকাণ্ডের পরে অন্তত ফুঁসে উঠবে ছাত্রসমাজ। কিন্তু সেখানেও ঘাটতি রয়ে গেল।

তিনি বলেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে। একজনকে নৃশংশভাবে হত্যা করবে আর সে স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করবে এটাতো হতে পারে না।

বিএনপি শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ‘অপারেশন ক্লিন হার্ট’র নামে এক হাজার মানুষকে হত্যা ও দশ হাজার মানুষকে পঙ্গু করেছে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না।

বিএনপিকে জামায়াতসহ সকল ধর্মভিত্তিক ও জঙ্গিবাদী দলের আশ্রয়দাতা বলেও মন্তব্য করেন মেনন।

শিক্ষার অধিকার আদায়ে ছাত্রসমাজকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস রুখে দেওয়ার আহবান জানিয়ে মেনন বলেন, কোনো নির্দিষ্ট সংগঠন নয়, এ সন্ত্রাসের বিরুদ্ধে গোটা ছাত্রসমাজকেই এগিয়ে আসতে হবে।

এজন্য কেবল দেয়াল লিখন এবং লাল কাপড়ের সমাবেশই নয়, বিশাল জমায়েত করে গণআন্দোলন গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর রুসমতের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।