সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা আবদুল আলী হত্যা মামলায় দুই অ্যাডভোকেটসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জামিন নামঞ্জুর হওয়া তিনজনের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালতের বিচারক খন্দকার কামালউজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা আবদুল আলী হত্যা মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর হয়।
২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার কাটাগাঙ নামক স্থানে যুবলীগ নেতা ও পাথর ব্যবসায়ী আব্দুল আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। খুনের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পরদিন কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলার এজাহার নামীয় আসামি মাহফুজ, আজমল ও হাবিব। এ মামলায় গ্রেফতার হওয়া অন্য আসামিদের ১৬৪ ধারা জবানবন্দিতেও তাদের নাম উঠে আসে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫