ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌছায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আদালতে হাজিরা না দিলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্রেফতারি পরোয়ানা এখনো আমাদের হাতে পৌছায়নি। তবে সার্চ ওয়ারেন্ট হয়েছে, আপনারা তা জানেন। আইন সবার জন্যই সমান। কোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেবো। নির্দেশ মানতে আমরা বাধ্য।
গ্রেফতারি পরোয়ানা পেতে দেরী কেনো এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় দেরী হয়ে যায়।
খালেদা জিয়ার নিরাপত্তা প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়াতো তার বাসায় নেই। সেজন্য বাসা থেকে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। যেখানে তিনি আছেন সেখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
গ্রেফতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরো বলেন, সময় আসুক তখনই দেখতে পাবেন। গ্রেফতার হবে কি হবে না সময়ই বলে দেবে।
খালেদা জিয়াকে গ্রেফতার করলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কেনো? দুইবারের প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে সম্মান দেওয়া প্রয়োজন তা দেওয়া হবে। তবে তার (খালেদা জিয়া) নির্দেশে যা হচ্ছে, মানুষ তাতে বুঝেই নিয়েছেন জনসাধারনের স্বার্থের জন্য হয়নি। তাদের বিরুদ্ধে হয়েছে। তাই এর (গ্রেফতারের) বিরুদ্ধে জনসাধারণ মাঠে নামবে সে ধরণের পরিস্থিতি হবে না।
দুই মাসে পোট্রোলবোমা নিক্ষেপসহ সহিংসতা কমানো যাচ্ছে কি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কমাতে পারছি না এমন কথা বলা যাবে না। অনেক কমে এসেছে। কারণ পুলিশ প্রশাসনের পাশাপাশি মানুষও ক্ষুদ্ধ। সাধারণ মানুষ সহিংসতাকারীদের ধরে গণপিটুনি দিয়ে আইন-শৃঙ্খলাবাহিনী সদস্যদের হাতে তোলে দিচ্ছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার শুনানিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অন্য দু’জন হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় দুইজন গ্রেফতার
অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন অন্যদেরও গ্রেফতার করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫