ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

অভিজিতকে শহীদ ঘোষণার দাবি সেক্টর কমান্ডারস ফোরামের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
অভিজিতকে শহীদ ঘোষণার দাবি সেক্টর কমান্ডারস ফোরামের ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: সন্ত্রাসী হামলায় নিহত লেখক ব্লগার অভিজিৎ রায়কে শহীদ ঘোষণার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে অভিজিতের ওপর হামলাস্থলে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনটির সহ-সভাপতি আবু ওসমান চৌধুরী।



‘মুক্তচিন্তা বিকাশ পাক, মৌলবাদ নিপাত যাক’ স্লোগানে এই মানববন্ধের আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।

অভিজিতের ওপর হামলাস্থলে একটি শহীদ বেদী করা হবে বলেও ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।

আবু ওসমান চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তির দোসররা আজ মুক্তচিন্তার মানুষদের হত্যা করছে। একাত্তরেও একই কায়দায় নিরস্ত্র মানুষদের ওপর হামলা করছে। ইসলামে নিরস্ত্র মানুষদের ওপর হামলা করা নিষেধ থাকলেও তারা ইসলামের নামেই মানুষ হত্যা করছে।

অভিজিতসহ সব মুক্তবুদ্ধির মানুষদের হত্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তুমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

এসময় লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের ঘটনাস্থলে একটি ‘শহীদ বেদী’ তৈরি করার ঘোষণা দেন সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিক হারুন হাবিব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক কবি মুহাম্মাদ সামাদ, সেক্টর কমান্ডারস’র কার্যকরী সদস্য তুষার আমিন ও মুক্তিযোদ্ধো লে. মেজর জেনারেল মো. আলী শিকাদর, মুকিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।

এসময় তারা ‘অভিজিৎ রায়ের ঘাতকদের গ্রেফতার কর, বিচার কর, মুক্তবুদ্ধিমুক্ত বিবেকে জেগে ওঠে জঙ্গিবাদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।