সিলেট: সিলেট জেলা জাতীয় পার্টির কমিটি ভেঙে দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি (আহ্বায়ক কমিটি) গঠন করা হয়েছে। তবে নতুন এ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কাছে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা কমিটির মেয়াদ থাকা অবস্থাতেই কিছু ‘সুবিধাভোগী’ লোক দলকে দুর্বল ও বিভাজন করার লক্ষ্যে নিজেদের স্বার্থে পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ভুল তথ্য কেন্দ্রে উপস্থাপন করেছে। ভুল তথ্য দিয়েই নতুন আহ্বায়ক কমিটি গঠন করিয়েছেন তারা।
আবুল কাশেম মন্টু বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির নামে জেলা জাতীয় পার্টির ভেতরে বিভাজন ও কোন্দল সৃষ্টির পায়তারা চলছে। এছাড়া এরশাদের দূর্গ বলে খ্যাত সিলেটে জাতীয় পার্টিকে দুর্বল করে ব্যক্তি স্বার্থকে প্রতিষ্ঠা করারও পায়তারা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, ‘২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলার ১৩টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬টি থানার ডেলিগেটদের উপস্থিতিতে জেলা জাতীয় পার্টির ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ওই বছরের ৩ অক্টোবর অনুমোদন দেওয়া হয়। ওই কমিটির মেয়াদ পূর্ণ হবে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর।
অথচ মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কিভাবে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
এজন্য সম্মেলন প্রস্তুতি কমিটি (আহবায়ক কমিটি) বাতিল করতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া লিখিত বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ওপর থেকে মামলা প্রত্যাহারের আবেদন জানানোর পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপিকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের নিরীহ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আব্দুস শহীদ লশকর বশীর, মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, বাহার খন্দকার, জহির উদ্দিন পল্টু, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সেলিম আহমদ চৌধুরী, সহকারি সাধারণ সম্পাদক আলতাফুর রহমান আলতাফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫