ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘আলোচনা করে নির্বাচন দিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
‘আলোচনা করে নির্বাচন দিন’ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সবাইকে ডেকে আলোচনা করে নির্বাচন দেন’ –প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি)  সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে রাজধানী ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে তিনি এ আহ্বান জানান।



‘ঐতিহাসিক ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ঐতিহাসিক ৩ মার্চ, একাত্তর উদযাপন পরিষদ।

আলোচনার প্রধান অতিথি আ স ম আবদুর রব বলেন, হরতাল অবরোধের নামে একপক্ষ আগুনে পুড়িয়ে মানুষ মারছে, আর অন্যপক্ষ হত্যা করছে ক্রস ফায়ারে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি সবাইকে ডেকে আলোচনা করে একটা নির্বাচন দেন। এরপর আপনি মরণ পর্যন্ত ক্ষমতায় থাকেন, আপত্তি নাই। ’
‘ঐতিহাসিক ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে ‘৩ মার্চ’ ৭১ উদযাপন কমিটি’।

‘তৃতীয় রাজনৈতিক শক্তি প্রয়োজন’ উল্লেখ করে আ স ম রব বলেন, ময়লা দুই দলের মধ্যেই লেগে গেছে। এখন তৃতীয় রাজনৈতিক শক্তি প্রয়োজন।

আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন-গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, লেখক মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫, আপডেট: ২১১৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।