রাজশাহী: নাশকতার অভিযোগে রাজশাহীর পবা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আয়নাল হককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে নগরের উপকণ্ঠ বায়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, পবা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আয়নাল হকের সঙ্গে হরতাল-অবরোধে নাশকতাকারীদের যোগাযোগ রয়েছে।
তার সহযোগিতায় সম্প্রতি রাজশাহী নগরী এবং এর পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা।
ওসি আরো বলেন, আয়নাল হকের বিরুদ্ধে নাশকতাকারীদের অর্থ যোগানেরও অভিযোগ রয়েছে। সম্প্রতি তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫