ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আগারগাঁও বেতার ভবনে ককটেল বিস্ফোরণ, আহত ১

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
আগারগাঁও বেতার ভবনে ককটেল বিস্ফোরণ, আহত ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর আগারগাঁও জাতীয় বেতার ভবনের বাউন্ডারীর ভেতরে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গোলাম মোস্তফা নামের এক সিকিউরিট গার্ড আহত হন।

 

মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর কে বা কারা বেতার ভবনের বাউন্ডারীর ভেতরে পরপর ৩টি ককটেল ছুড়ে মারে। তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় বেতার কার্যালয়ে থাকা লোকজন ছুটোছুটি করে বের হয়ে যান।

ককটেল বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেন নি।

এদিকে সন্ধ্যার পর গুলশান-১ নম্বর গোল চত্বরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, দলীয় নেতাকর্ম‍ীদের খুন, গুম ও গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদ‍া জিয়া। এছাড়া অবরোধের পাশাপাশি হরতালও দিয়েও যাচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।