লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থল থেকে সাংবাদিকদের টাকা, ক্যামেরা ও দলীয় নেতাকর্মীদের প্রায় অর্ধশত মোবাইল ফোন চুরি হয়েছে। এসময় তিন পকেটমারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনগণ।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার চৌধুরী বাজার এলাকার হাসান, সুজন ও রায়পুর পৌর এলাকার মো. নুর আলম।
জানা গেছে, সম্মেলন স্থল থেকে একটি জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধ আবুল কালাম আজাদের পকেটে থাকা ৫১ হাজার টাকা, অপর একটি টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপনের ক্যামেরা ও স্থানীয় সাংবাদিক এবিএম সাগরের ক্যামেরা চুরি হয়েছে।
একই সময় সম্মেলনে আসা লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল হাসান রাসেলের মোবাইল ফোন এবং রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহরুফ বীন জাকারিয়ার টাকা ও মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে।
এছাড়া রামগঞ্জের যুবলীগ কর্মী মনোয়ার হোসেন, কবির হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকার আওয়ামী লীগ কর্মী নুর আলমের ফোনসহ সম্মেলন স্থল ও মিছিল থেকে প্রায় অর্ধশত মোবাইল ফোন চুরি গেছে।
সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, সম্মেলন স্থল স্টেডিয়ামে ঢোকার সময় রায়পুর থেকে একটি মিছিল আসে। ওই মিছিল থেকে তার পকেটে থাকা ৫১ হাজার টাকা চুরি হয়ে যায়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, খবর পেয়ে তিন পকেটমারকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পকেটমার চক্রটি ধরতে মাঠে নেমেছে পুলিশ।
প্রায় এক যুগে পর মঙ্গলবার অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এতে প্রায় ২০ হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত হন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫