নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার চারারগোপ এলাকায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল-অবরোধকারীরা। এতে ওই বাসের চালক জাহাঙ্গীর আলম বাবু (৩৫) গুরুতর দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (০৩ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
আগুন লাগিয়ে দেওয়া ওই বাসের যাত্রী ফারুক বাংলানিউজকে জানান, তিনি শহরের মেট্রোল মোড় থেকে নারায়ণগঞ্জ-কানসাট-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা আলট্রা মর্ডানের ওই বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৩৫১৮) ছিলেন। বাসটি কালীরবাজার এলাকায় পৌঁছা মাত্র ৬/৭ জন হরতাল-অবরোধকারী তাতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় তিনিসহ কিছু যাত্রী বাসের জানালা দিয়ে বাইরে বের হয়ে আসেন। পরে তারা বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়।
পেট্রোল বোমায় চালক জাহাঙ্গীর আলম বাবু (৩৫) দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মো. শাহজালাল। এছাড়াও র্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শক মো. শাহজালাল বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫