ঢাকা: সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনূছ আহমাদ।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই বলেও মত দেন।
সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মুরতাদ আখ্যায়িত করে ইসলাম ধর্ম নিয়ে তার বাজে মন্তব্যের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। পাশাপাশি ইসলামের বিরুদ্ধে যারাই এ ধরনের মন্তব্য করুক তাদের বিরুদ্ধে সংসদের চলতি অধিবেশনেই আইন প্রণয়ণের জন্য সরকারের প্রতি দাবি করেন মাওলানা ইউনূছ।
মাওলানা ইউনূছ আহমাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫