শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ২০দলের অজ্ঞাত নামা ১০-১৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর উপজেলা শাখার কমান্ডার ওবায়দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ৩ লাখ ২৯ হাজার টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে।
এর আগে, ভোরে শেরপুর উপজেলা পরিষদ চত্বর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা শাখা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে কার্যালয়ে থাকা কর্মকর্তাদের ১১টি চেয়ার, ৩৮টি প্লাস্টিকের চেয়ার, ৪টি টেবিল, আলমারিসহ সব ধরণের কাগজপত্র পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫