বেনাপোল (যশোর): দলীয় কোন্দলের জের ধরে বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাবকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৫টায় শার্শা থেকে বাড়ি ফেরার পথে তার ওপর এ হামলা হয়।
আহত মহাতাবের ছেলে সোহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে অভিযোগ করেন, পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লিটনের সমর্থকরা তার বাবার ওপর হামলা করেছে।
স্থানীয়রা জানায়, পৌর আওয়ামী লীগ নেতা মহাতাব স্থানীয় সংসদ সদস্য আফিল গ্রুপের সমর্থক। বিকেলে তিনি শার্শা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
পথে কাগজপুকুর এলাকায় প্রতিপক্ষের ৮/১০ জন তার উপর হামলা করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে জানান, বিষয়টি শুনে পুলিশ পাঠনো হয়েছিল। কিন্তু এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে আহত আওয়ামী লীগ নেতার মাথায় ৪/৫টি সেলাই দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫