ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শান্তিনগরে ককটেল বিস্ফোরণে যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
শান্তিনগরে ককটেল বিস্ফোরণে যুবক আহত প্রতীকী

ঢাকা: রাজধানীর শান্তিনগর মোড়ে ককটেলের বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।

তবে আহত যুবকই এ ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ পুলিশের।



মঙ্গলবার (০৩ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, শান্তিনগর মোড়ে রাত ৮টায় ককটেল বিস্ফোরিত হলে এক যুবক আহত হয়। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না জানতে চাইলে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আহত যুবকই ককটেলটির বিস্ফোরণ ঘটিয়েছে।  

চিকিৎসা শেষে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।