লক্ষ্মীপুর: গোলাম ফারুক পিংকুকে সভাপতি ও অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
নব-নির্বাচিত কমিটির সভাপতি গোলাম ফারুক পিংকু দীর্ঘদিন থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এরআগে দুপুরে জেলা স্টেডিয়ামে এ সম্মেলনের প্রথম অধিবেশন সম্পন্ন হয়। সেখানে একযুগ আগে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিকেলে শহরের সার্কিট হাউজ মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিতে নতুন কমিটির ওই দুই নেতার নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, সুজিত রায় নন্দি, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল, সদ্য বিলুপ্ত জেলা কমিটির সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিমসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫