ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে পেট্রোল ঢেলে বাস-ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
ফেনীতে পেট্রোল ঢেলে বাস-ট্রাকে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে একটি যাত্রীবাহী বাস ও একটি কাঠবোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  
   
মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দেবীপুর এলাকার মা-মণি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

   
   
আগুনে বাস ও ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। তবে, এ সময় বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।    
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মা-মণি ফিলিং স্টেশনের সামনে ফেনী থেকে কুমিল্লাগামী যমুনা পরিবহনের একটি বাস ও ঢাকাগামী একটি ট্রাকের গতিরোধ করে  মুখোশধারী দুর্বৃত্তরা।  
 
এ সময় তারা বাস থেকে চালক, সহযোগী ও যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় তারা।  
 
এ ঘটনায় টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি।
   
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  
 
ফেনীর এএসপি (সার্কেল) শামসুল আলম সরকার জানান, অবরোধকারীরা ট্রাক-বাসে আগুন দিলে টহলরত পুলিশ সদস্যরা তাদের লক্ষ্য করে ১৩ রাউন্ড গুলি নিক্ষেপ করে। তবে, এতে কেউ আহত হয়নি।  
   
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

** কেরাণীগঞ্জে বাসে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।