বগুড়া: বগুড়ায় নাশকতা মামলায় জামায়াত-শিবির ও বিএনপির ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন রয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২ মার্চ) সকাল থেকে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের মোট ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৫