ঢাকা: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায়ে কাউকে আটক করা সম্ভব না হলেও পুলিশের অভিযান চলছে।
মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, ২৭ নম্বর মোড়ে হঠাৎ করেই পরপর ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওসি আরও জানান, ঘটনার দায়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, এই ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫