ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে ২ ককটেলসহ জামায়াত কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ২ ককটেলসহ জামায়াত কর্মী আটক ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দু’টি ককটেলসহ হজরত আলী (৩০) নামে জামায়াতের এক কর্মীকে আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের গ্রিনভিউ স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।



হজরত আলী শহরের আলীনগরের আক্তার হোসেনের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে গ্রিনভিউ স্কুলের সামনে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় হজরত আলীকে দু’টি ককটেলসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। ককটেল উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ক্যাম্প কমান্ডার।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫     


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।