ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম পালন হবে বুধবার (০৪ মার্চ)। এদিন খালেদার বর্তমান আবাস তার গুলশান কার্যালয়ে দিনব্যাপী দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
শুধু তাই নয়, সারাদেশে যেন কোকোর আত্মার শান্তি কামনায় দোয়া ও ফাতেহা পাঠ করা হয়, সেই আহ্বান রেখেছেন খালেদা।
মঙ্গলবার (০৩ মার্চ) খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্যরা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে, খালেদার আত্মসমর্পণের তারিখও বুধবার। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও কার্যালয়ে তল্লাশির নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫