বগুড়া: বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমরের বাসভবনে ককটেল ছুঁড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় পার্টি নেতাকর্মীরা।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকাল ৫টার দিকে সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শহর জাতীয় পার্টির সভাপতি আবু তাহের আকন্দের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের নেতা সামছুল আলম তালুকদার, ফজলে রহিম মঞ্জু, আব্দুল আলিম, লুৎফর রহমান সরকার স্বপন, মাহবুবুল হাসান মাহবুব, জহুরুল ইসলাম মটু, ছানাউল্লা ছানা, আজিজ আহমেদ রুবেল, সাহিদুল ইসলাম, এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহীদ, এমরান রহমান মিঠু, ফরহাদ আলী খোকন, সাখাওয়াত হোসাইন জনি, সফিকুল ইসলাম সুইট প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সোমবার (০২ মার্চ) রাত ৯টার দিকে শহরের নারুলী এলাকায় হুইপের বাসভবনে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে।
বক্তারা বলেন, হুইপ ওমরের উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত করতে ষড়যন্ত্রকারীরা এ হামলা করছে। কিন্তু হামলা করে জাতীয় পার্টির অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। বগুড়ায় জাতীয় পার্টি অনেক বেশি শক্তিশালী।
অবিলম্বে ককটেল হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় জাতীয় পার্টি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ শুরুর আগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫