ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বুধবার (০৪ মার্চ) আত্মসমর্পণের কথা থাকলেও, তিনি ব্যস্ত থাকবেন ছোট ছেলের চেহলাম অনুষ্ঠানে।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে মারা যান আরাফাত রহমান কোকো।
মঙ্গলবার (০৩ মার্চ) রাতে খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্যরা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তারা জানান, বুধবার দিনব্যাপী ছোট ছেলে কোকোর চেহলাম পালন করবেন খালেদা। বাদ আসর কোকোর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। খালেদার বর্তমান আবাস গুলশান কার্যালয়েই হবে এসব অনুষ্ঠান।
মিডিয়া উইং থেকে আরও জানানো হয়, শুধু গুলশানেই নয়, সারাদেশে যেন কোকোর আত্মার শান্তি কামনায় দোয়া ও ফাতেহা পাঠ করা হয়, সেই আহ্বান রেখেছেন খালেদা জিয়া।
এদিকে, খালেদার আত্মসমর্পণের তারিখ ০৪ মার্চ নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও কার্যালয়ে তল্লাশির নির্দেশ দিয়েছেন আদালত।
যেকোনো মুহূর্তে তা হতে পারে বলে মিডিয়া ও সাধারণ মানুষের আগ্রহ এখন গুলশানকেন্দ্রীক।
** কোকোর কুলখানি বুধবার
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫