ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে ৯টি ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ৯টি ট্রাকে আগুন ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকার কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে ৯টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।



শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৯টি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাশকতাকারীদের ধরতে পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযান শুরু করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মতিউর রহমান ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইরতিজা আহমেদ।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

** রাজধানীতে যাত্রীবাহী ২ বাসে আগুন
** কেরাণীগঞ্জে বাসে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।