যশোর: যশোর শহরের পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৩ মার্চ) রাতে শহরের রেল রোডের সোনালী ব্যাংক ও রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শিকদার আককাস আলী বাংলানিউজকে জানান, রাতে রেলস্টেশনে এবং রাত ১১টার দিকে রেল রোডের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বাংলানিউজকে জানান, ককটেলটি ১নং রেলস্টেশনের স্লিপারের ওপর বিস্ফোরিত হলে যাত্রীরা আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫