ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মোজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আব্দুস সামাদকে (৩২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তাকে উপজেলার সীমান্তবর্তী চরঘাটি এলাকা থেকে আটক করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, জেএমবি’র সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে সামাদের সরাসরি কানেকশন ছিল। জঙ্গি তৎপরতায় ২০০৭ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরবর্তীতে গ্রেফতার হয়ে কারাভোগের পর তিনি জামিনে বেরিয়ে আসেন।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫