ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (০৩ মার্চ) বেআইনি পন্থায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে এ মামলা দায়েরের অনুমোদন দিয়েছে বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে।
জানা গেছে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলা অনুমোদনের কপি গুলশান থানাসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়।
গত ২৪ ফেব্রুয়ারি মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে একটি ফোনালাপ প্রকাশ হলে ৠাব তাকে আটক করে। ফোনালাপে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। পরে ৠাব মান্নাকে গোয়েন্দা পুলিশে হস্তান্তর করে।
এ ঘটনায় গুলশান থানার অপারেশন অফিসার শেখ সোহেল রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মান্না ১০ দিনের রিমান্ডে গোয়েন্দা হেফাজতে রয়েছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর প্রেক্ষিতে সোহেল রানা মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এ আবেদনের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫