খালেদার গুলশান কার্যালয় থেকে: উদ্বেগ আর উৎকণ্ঠা ভর করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় এলাকায়। দু’টি দুর্নীতি মামলায় বুধবারই তাকে আদালতে হাজির করার বাধ্যবাধকতা থাকায় এখানকার সবার ভেতরেই ভর করেছে টানটান টেনশন।
আগেই জানিয়েছেন, আদালতে যাবেন না বিএনপি প্রধান। তাহলে কি হবে গ্রেফতারি পরোয়ানার! আদালতের আদেশ রক্ষায় শেষ পর্যন্ত কি গ্রেফতারই করা হবে তাকে? নাকি তার কার্যালয়কেই ঘোষণা করা হবে সাবজেল? এমনতরো প্রশ্নের কোনো সুরাহা না হওয়ায় ‘কি হবে’ তা জানতে উদগ্রিব হয়ে আছেন খালেদা জিয়ার কার্যালয় এলাকার লোকজন।
কার্যালয়ের নিরাপত্তা কর্মীরা যে উদ্বিগ্ন তা তাদের চেহারা দেখেই বুঝা যাচ্ছে। নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ সতর্ক। আশপাশের টং দোকানিরা কি হচ্ছে, কি হবে জানতে বেশ উদগ্রিব। বাড়িটির সামনে পথচারীদের থমকে থামতে দেখা যাচ্ছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে দশটার দিকে। দু’টি মামলারই প্রধান আসামি খালেদা জিয়া। তাকে আদালতে হাজির করতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
কিন্তু খালেদা জিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা জনিত কারণে আদালতে যাবেন না তিনি।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
** যাচ্ছেন না খালেদা, দুর্নীতি মামলার শুনানি বুধবার