চাঁদপুর: নাশকতার আশঙ্কায় চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে সদর উপজেলায় দুই, হাজীগঞ্জে দুই ও ফরিদগঞ্জ উপজেলায় একজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে শুধু ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মো. জহির মৃধার (২৭) নাম জানা গেছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫