ঢাকা: চলমান হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার দায়ে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আটক হওয়াদের মধ্যে আটজন বিএনপির এবং একজন জামায়াতকর্মী বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫