ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কারাগারে কামারুজ্জামানের পাঁচ আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
কারাগারে কামারুজ্জামানের পাঁচ আইনজীবী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবীরা।

বুধবার (০৪ মার্চ) সকাল ১১টার দিকে অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেন কামারুজ্জামানের পাঁচ আইনজীবী।



এর আগে সকাল ১০টার কিছু পর থেকেই জেল গেটে জড়ো হন তারা। পরে কারাগার কর্তৃপক্ষের ‍অনুমতি নিয়ে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান তারা।  

অন্য আইনজীবীরা হলেন-অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী, ব্যারিস্টার নাজিবুর রহমান এবং অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এসময় অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিভিউয়ের বিষয়েই কামারুজ্জামানের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া রিভিউয়ের বিভিন্ন দিক নিয়েও কথা হবে তার সঙ্গে।

গত ২৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা।
  
এর আগে ২১ ফেব্রুয়ারি দেখা করতে গেলে আইনজীবীদের রিভিউ করতে বলেন একাত্তরের য‍ুদ্ধাপরাধী কামারুজ্জামান।

রিভিউয়ের প্রক্রিয়া সম্পন্ন করতেই বুধবার আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে গেছেন কারাগারে।

গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমান প্রধান বিচারপতি) এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন।

এরপর ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানসহ তিন বিচারপতি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন।

পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মুস্তাফিজুর রহমান মৃত্যু পরোয়ানা জারি করে আইজিপি (প্রিজন) এর বরাবরে ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।

এরপর কারাগারে কামারুজ্জামানকে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়। গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চূড়ান্ত রায় সংক্ষিপ্ত আকারে দিয়েছিলেন আপিল বিভাগ।

একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর বৃহত্তর ময়মনসিংহ জেলা কমান্ডার কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

** জেল গেটে কামারুজ্জামানের পাঁচ আইনজীবী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।