ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর চেহলাম

কোরআন তেলাওয়াত করতে গুলশান কার্যালয়ে ৬ হাফেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
কোরআন তেলাওয়াত করতে গুলশান কার্যালয়ে ৬ হাফেজ ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর চল্লিশা বুধবার (৪ মার্চ)। এ উপলক্ষে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে চেহলাম অনুষ্ঠিত হবে।

 

দোয়া ও কোরআন তেলাওয়াত করতে বুধবার সকাল সোয়া ১১টায় বাড্ডা আজিজিয়া হাফেজিয়া এতিমখানা থেকে ৬ জন হাফেজ গুলশান কার্যালয়ে ঢুকেছেন।

হাফেজদের নেতৃত্ব দিচ্ছেন হাফেজ জাহাঙ্গীর আলম।

কার্যালয়ের গেটে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, কোকোর মৃত্যুর ৪০ দিন উপলক্ষে আমাদের দাওয়াত করা হয়েছে। আমরা দোয়া ও কোরআন তেলাওয়াত করতে এসেছি।

গত ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।