ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা বাংলাদেশের নব্য ঘষেটি বেগম’

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
‘খালেদা বাংলাদেশের নব্য ঘষেটি বেগম’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশের ‘নব্য ঘষেটি বেগম’  বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

বুধবার (০৪ মার্চ)  সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



‘গণবিরোধী হরতাল-অবরোধ,জ্বালাও-পোড়াও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা যুব কমান্ড।

শাজাহান খান বলেন, নবাব সিরাজউদ্দৌলাকে ধবংস করার জন্য ঘষেটি বেগম যে ষড়ষন্ত্র করেছিলেন ঠিক একই কায়দায় আজ বাংলাদেশকে ধবংস করার ষড়ষন্ত্র করছেন খালেদা জিয়া।

মন্ত্রী বলেন, সিরাজউদৌলা কে হত্যা করার জন্য ঘষেটি বেগম মীর জাফরের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আর আজকে খালেদা জিয়া বাংলাদেশকে ধবংস করার জন্য পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের  কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এটি গরীব মানুষের বিরুদ্ধে আন্দোলন,গরীব মানুষকে ধবংস করার আন্দোলন।

বিএনপির আন্দোলনকে সন্ত্রাসী কর্মকান্ড আখ্যায়িত করে তিনি বলেন, দুনিয়ার কোনো সন্ত্রাসী বিজয় লাভ করতে পারেনি খালেদা জিয়াও জয়লাভ করতে পারবেন না।

অনুষ্ঠানে ৮ নারী মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।  

নারী মুক্তিযোদ্ধারা মন্ত্রীর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। নারী মুক্তিযোদ্ধারা হলেন: সালেহা বেগম,লাইলী বেগম,নাজমা বেগম,তাহমিনা বেগম,মোমেনা বেগম,কাঞ্চন মালা,কমলা বেগম, আশালতা বৈদ্য।

মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাউছারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারন সম্পাদক আব্দুল মালেক মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।