ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর চেহলাম

দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর চল্লিশ দিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (০৪ মার্চ) কোকো মৃত্যুর চল্লিশ দিন।

এ উপলক্ষে সকাল থেকেই চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চেহলাম ও কোরআন তেলাওয়াত শুরু হয়।

সকাল সোয়া ১১টায় হাফেজ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বাড্ডা আজিজিয়া হাফেজিয়া এতিমখানা থেকে ৬ জন হাফেজ গুলশান কার্যালয়ে যান।

বাংলানিউজতে এ তথ্য নিশ্চিত করেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, সকাল থেকে চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে। বাস আসর মোনাজাত অনুষ্ঠিত হবে।

গত ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

** কোরআন তেলাওয়াত করতে গুলশান কার্যালয়ে ৬ হাফেজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।