খুলনা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর ময়লাপোতা মোড়ে সোনাডাঙ্গা থানা যুবলীগের তত্ত্বাবধানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আইএস (ইসলামিক স্টেট), তালেবান ও জঙ্গিদের দোসর জামায়াত-বিএনপি কর্তৃক অবৈধ ইস্যুবিহীন হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী পেট্রোল-বোমা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে শিশু, নারী ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডের নেপথ্যে খালেদা জিয়ার গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঢালী।
সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ আলীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফেজ শামীম ও মনিরুজ্জামান সাগর, মহানগর যুবলীগের সদস্য এসএম আকিল উদ্দীন, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী নাহিদুজ্জামান, মহানগর যুবলীগের সদস্য এসএম হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫