ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

দাগনভূঞায় বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
দাগনভূঞায় বাসে আগুন ফাইল ফটো

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার কোরাইশ মুন্সি বাজারের কাছে যাত্রীদের নামিয়ে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।



পুলিশ জানায়, ভোরে হেলাল বারো আওলিয়া পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে নোয়াখালী যাচ্ছিল। পথে কোরাইশ মুন্সি বাজারের কাছে ১০/১৫ জন মুখোশ পরা দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে তারা যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বসুরহাট থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বাংলানিউজকে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।