জয়পুরহাট: জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সারাদেশে যানবাহনে অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে শহরের পাঁচুর মোড়ে জেলা মোটর মালিক ও শ্রমিক যৌথ উদ্যোগে দুপুরে একটি প্রতিবাদ সভা করছিলেন। এ সভার কারণে সকাল থেকেই সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। এ সুযোগে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘এসকে স্পেশাল’ নামে যাত্রীবাহী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট (আসন) পুড়ে যায়।
খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন পানি ও বালু ঢেলে আগুন নিভিয়ে ফেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, টার্মিনাল ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা এ নাশকতা চালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫