ঢাকা: রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে ককটেল ককটেল বিস্ফোরণ ও হামলা করেছে দুর্বৃত্তরা। .
এ সময় হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ফজলে নূল তাপসের এপিএস নাসিরুল হাসান সজীব আহত হন।
বুধবার (০৪ মার্চ) বেলা সোয়া ৩টায় দেশের বর্তমান সহিংসতার প্রতিবাদে হাজারীবাগ পার্ক মাঠে এ সমাবেশে চলছিলো। এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল।
এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫