ঢাকা: বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে পবিত্র কোরআন শরীফ উপহার দিলেন এক ব্যবসায়ী।
মো. কামাল হোসেন নামে ওই ব্যক্তি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
বুধবার (৪ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে বিএনপি’র চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই কোরআন শরীফ দিতে আসেন তিনি।
কোরআন শরীফটি চেয়ারপার্সনের পক্ষ থেকে তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান গ্রহণ করেন।
মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, গত ৪ জানুয়ারি তার বাবা মারা গেছেন। তার আত্মার শান্তি কামনার জন্য বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ব্যক্তিকে পবিত্র কোরআন শরীফ বিতরণ করার মানত করেছিলেন তিনি। এই কারণে খালেদা জিয়াকে একটি কোরআন শরীফ দিতে এসেছেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া অথবা এই অফিসের যে কেউ পবিত্র কোরআন শরীফ পাঠ করলে তাদেরও মঙ্গল হবে,আমাদেরও সোয়াব হবে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫