ঢাকা: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
বুধবার (০৪ মার্চ) বিকেল সাড়ে চারটায় তিনি গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
এর এক মিনিট পরেই গুলশান কার্যালয়ে প্রবেশ করেন সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাকে সরকার অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এ দাবি প্রত্যাখ্যান করে সরকার জানিয়েছে যখন খুশি কার্যালয় ত্যাগ করতে পারবেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫