ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রদল-যুবদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ফেনীতে ছাত্রদল-যুবদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফেনী: ফেনীতে বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল ও যুবদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
 
বুধবার (০৪ মার্চ) বিকেলে ফেনী মডেল থানা পুলিশের সার্জেন্ট মৃদুল কান্তি বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।


 
মামলার আসামিদের মধ্যে রয়েছেন- শর্শদি ইউনিয়ন ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা শিপন, আমির হোসেন, ছাত্রদল কর্মী দেলোয়ার হোসেন ছট্টু, আরিফুর রহমান প্রমুখ।
 
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ফেনীর দেবীপুর মা-মণি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও একটি কাঠ বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেনী মডেল থানার সার্জেন্ট মৃদুল কান্তি বাদী হয়ে ছাত্রদল ও যুবদলের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।