ঢাকা: সারাদেশে জনজীবন স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার (০৪ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঢাকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে যৌথ সভাপূর্ব এই ব্রিফিংয়ে নাসিম সাংবাদিকদের আরও বলেন, রাজধানীতে তীব্র যানজট। আমরা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছি। কোথাও কোনো হরতালের চিত্র চোখে পড়ছে না। দেশের সব জায়গায় জনজীবন স্বাভাবিক রয়েছে।
‘আন্ডারগ্রাউন্ড দলের নেতাদের মতো বিএনপি নেতাদেরও পরিণতি হবে’ বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, আইন তার নিজস্ব গতিতে চলেবে। আইন অনুসারেই তা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেফতারি পরোয়ানা জারির পরও খালেদা জিয়ার আদালতে হাজিরা না দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, খালেদা জিয়া তো কোনো আইনই মানেন না। তার আইন না মানার বিষয়টি জনগণের কাছেই ছেড়ে দিলাম। জনগণই দেখুক এই নারী কী করছেন?
এসময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক পররাষ্ট্র মন্ত্রী দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুরন্নাহার লাইলী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫