ঢাকা: স্থিতিশীলতা, সমৃদ্ধ ও উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জাতীয় আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে চলমান গণআন্দোলন যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
বুধবার (০৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে গ্রেফতারি পরোয়ানা জারি করে স্তব্ধ করার উদ্ভট পরিকল্পনা শাসকশ্রেণির চিন্তার দৈন্যতা ছাড়া কিছু নয়। গ্রেফতারি পরোয়ানা গণআন্দোলনকে বন্দী করতে পারে না বরং অবৈধ সরকারের দেউলিয়াত্বই প্রমাণ করে।
বিনা অজুহাতে একের পর এক সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সর্বশেষ অনলাইন নিউজ পেপার জাস্ট নিউজ বিডি ডটকম বন্ধ করে দেয়া হয়েছে। কারণ তার মালিক ও সম্পাদক মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘ মহাসচিবের প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করে বাংলাদেশের জনগণের পক্ষে প্রশ্ন করেছেন।
অবশ্য যে দেশে জমিনে দাঁড়ানোর সাহস না পেয়ে গাছের উপরে উঠে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে জালাল উদ্দিনকে গ্রেফতার হতে হয়, সেখানে মুশফিকের আচরণ চরম ধৃষ্টতা হিসেবেই গণ্য হবে- এটাই স্বাভাবিক।
বিবৃতিতে তিনি অবিলম্বে বন্ধকরা সব গণমাধ্যম খুলে দেয়ার ও গ্রেফতারকৃত সকল সম্পাদক, মালিক ও সাংবাদিকদের মুক্তির দাবি জানান।
বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করারও আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫