নারায়ণগঞ্জ : কূটনীতিকরা কাউকে ক্ষমতায় বসাতে পারবেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
বুধবার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কে সমবায় ব্যাংক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গরিব মানুষ হত্যা করে কোনো আন্দোলন হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। দেশে কোন সরকার ক্ষমতায় থাকবে বা আসবে সেটা নির্ধারণ করবে দেশের জনগণ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে রাঙ্গা বলেন, ৫ জানুয়ারিতে যারা নির্বাচনে আসেনি তারা ভুল করেছেন। নির্বাচনের দ্বিতীয় বছর চলছে। আর তিনবছর পর দেশে নির্বাচন হবে।
সেই নির্বাচনে আসতে চাইলে বিএনপি নেত্রীকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মফিজুল ইসলাম, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম, বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, জেলা যুবলীগের সহ-সভাপতি জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫